Logo
Logo
×

কর্পোরেট নিউজ

৯ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১১:০০ পিএম

৯ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

৯ম জিপিএইচ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী ১১ মার্চ ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের অবকাঠামো নির্মানে জিপিএইচ’এর আধুনিক প্রযুক্তির অবদানের কথা উল্লেখ করেন এবং ৯ম বারের মতো এ টূর্নামেন্ট স্পন্সর করায় জিপিএইচ ইস্পাতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ প্রথমবারের মতো বুয়েট পরীক্ষিত কোয়ান্টাম বি-৬০০-সি-আর স্টিল রি-বার উৎপাদন শুরু করেছে যা বাজারের যে কোন রডের চেয়ে শক্তিশালী এবং এতে নির্মানকাজে রডের ব্যবহার ১৬%-৩০% কম হবে। পাশাপাশি লেবার সহ অন্যান্য নির্মাণ খরচ ও কমে আসবে এবং ফ্লোর স্পেস বৃদ্ধি সহ নির্মাণের গূনগত মান উন্নত করবে এবং বিল্ডিংয়ের ডেডলোড কমিয়ে দেবে।

সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) বিগ্রেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম, সহ বিজিসিসি ও জিপিএইচ ইস্পাতের উর্ধতন কর্মকর্তা বৃন্দ। 

টুর্নামেন্টে ২০০ জন দেশি-বিদেশি গলফার অংশগ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয়েছে প্রফেসর নীলাদ্রী দে, রানার আপ হয়েছেন লেফটেনেন্ট কর্নেল মুজিবুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম