সেরা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন লেখক এম মিরাজ হোসেন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:৫৪ পিএম
অমর একুশে বইমেলা ২০২২ এবং ২০২৩ সালের বেস্ট সেলার হওয়ায় সেরা কথাসাহিত্যিক ২০২৩ পদক পেলেন লেখক এম মিরাজ হোসেন। জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে “সাহিত্য পদক ও গুণিজন সম্মাননা দেওয়া হয়।
প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উপস্থিত এতে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমী পদকপ্রাপ্ত ছড়াকার আসলাম সানী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ও গীতিকার মাসুদ পথিক, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারি প্রমুখ।
লেখক এম মিরাজ হোসেন মূলত একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। সাহিত্যের প্রতি অনুরাগ থেকে ব্যাস্ত সময়ের ফাঁকে ফাঁকে লেখালিখি করেন। একুশে বইমেলায় ২০২৩-এ তার চতুর্থ বই ‘তবু ফুল ফুটুক’ প্রকাশিত হয়। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের বই ‘একজন তারা মিয়া’ এবং ‘লৌকিক-অলৌকিক’ নামে ভিন্ন দুইটি বই নিয়ে কাজ করছেন।