অল্প খরচে মালয়েশিয়ায় হৃদরোগের চিকিৎসা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৮:৩১ পিএম
মালয়েশিয়া বর্তমান বিশ্বে হৃদরোগের জন্য উন্নত স্ক্রিনিং সেবার জন্য পরিচিতি পেয়েছে। এ সেবা খুব সহজেই যে কেউ গ্রহণ করতে পারবেন।
গবেষণার রিপোর্ট অনুযায়ী, হৃদরোগকে মৃত্যহারের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। এরই পরিপেক্ষিতে মালয়েশিয়ান স্বাস্থ্যসেবার প্রধান লক্ষ্য হচ্ছে- ব্যাপকভাবে স্ক্রিনিং ও উন্নত চিকিৎসার মাধ্যমে মানুষকে নিরাময়যোগ্য স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা এবং প্রত্যেককে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার জন্য ক্ষমতায়ন করা।
গত এক দশক ধরে মালয়েশিয়া বিশ্বব্যাপী উন্নত কার্ডিওলজি চিকিৎসাসেবার জন্য স্বীকৃতি পেয়েছে। দেশটি এশিয়ার কার্ডিওলজি হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
মালয়েশিয়া স্বাস্থসেবা রোগ প্রতিরোধ, নির্ণয় থেকে সার্জারি পরবর্তী চিকিৎসাসেবাকে অগ্রাধিকার দিয়ে থাকে। রোগীর প্রয়োজনীয় সহায়তা এবং সেবাসমূহ যেমন- নিয়মিত কার্ডিয়াক স্ক্রিনিং, হৃদরোগ পরীক্ষা, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, রক্ত পরীক্ষা, পুষ্টিবিষয়ক পরামর্শ ইত্যাদি প্রদান করে থাকে।
মালয়েশিয়ার বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রগুলো বয়স, লিঙ্গ, স্বাস্থ্য বিবেচনা করে নানা রকম স্ক্রিনিং প্যাকেজ অফার করে থাকে। যারা শুধুমাত্র চিকিৎসার জন্য ভ্রমণ করবেন তাদের জন্য থাকছে অনেক সুযোগ সুবিধা; যেমন রোগ অনুযায়ী সহজে হাসপাতাল বাছাইয়ের সুযোগ। এছাড়া খুব কম সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুযোগ।
পান্তাই হাসপাতাল কুয়ালালামপুরের (পিএইচকেএল) কনসালট্যান্ট কার্ডিওলোজিস্ট ড. মুহাম্মদ ইমরান বিন আব্দুল হাফিজ বলেন, ‘আমি স্ক্রিনিংয়ের মাধ্যমে খুব সহজে হার্টের কোনো সমস্যা জটিল পর্যায়ে পৌঁছানোর আগে শনাক্ত করে ফেলি। এখন মালয়েশিয়াতে হৃদরোগের জন্য চিকিৎসা ভ্রমণকারীদের ভ্রমণ আগের থেকে অনেক সহজ হয়েছে। আমাদের হাসপাতালে আলাদাভাবে আন্তর্জাতিক রোগী সেন্টার রয়েছে, যেখানে রোগীকে তার প্রতিটি পদক্ষেপে সহযোগিতা দেওয়া হয়। যেমন- ভ্রমণ, থাকার জায়গা, চিকিৎসার পূর্ব ও পরবর্তী উপযুক্ত সরঞ্জাম প্রস্তুতিসহ সব ধরনের সেবা।’
মালয়েশিয়াতে রয়েছে মানসম্মত ৫২টি হৃদরোগ নিরাময় সেন্টার; যা প্রতিনিয়ত মালয়েশিয়াতে হৃদরোগের চিকিৎসার জন্য আসা মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।
কার্ডিয়াক ভাস্কুলার সেন্ট্রাল কুয়ালালামপুরের কনসালটেন্ট হৃদরোগ বিশেষজ্ঞ দাতুক ড. রোসলি মোহাম্মদ আলী বলেন, হৃদরোগ চিকিৎসার পাশাপাশি আমাদের আছে এক দল বিশেষজ্ঞ, প্রশিক্ষিত সহায়ক দল, রেডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্ট। এসব দক্ষ চিকিৎসকের মাধ্যমে রোগীদের জন্য নিশ্চিত করা হয় সেরা চিকিৎসাসেবা।
মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দাউদ মোহম্মদ আরিফ জানান, আমাদের লক্ষ্য হলো কঠিন পদ্ধতিকে মানুষের জন্য আরামদায়ক ও স্বস্তিকর করা। স্বাস্থ্যসেবা প্যাকেজের অন্তর্ভুক্ত থাকছে মালয়েশিয়ার সেরা প্রাইভেট হাসপাতালে সেবা নেওয়ার সুযোগ, সঙ্গে সেরা স্ক্রিনিং টেস্ট ও থাকার ব্যবস্থা। যাতে চিকিৎসার জন্য মালয়েশিয়াতে যারা ভ্রমণ করবেন তারা মালয়েশিয়ান আতিথেয়তার সেরাটাই উপভোগ করতে পারেন।
মালয়েশিয়া হেলথ কেয়ারের সেবাসমূহ ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- https://malaysiahealthcare.org/ অথবা আমাদের সোশ্যাল ফিডস ভিজিট করুন-www.facebook.com/MHTCMalaysia ও LinkedIn (Malaysia Healthcare Travel Council).
বার্ষিক চেক-আপে সাধারণত রোগীর বডি ম্যাস ইনডেক্স (বিএমআই), রক্তচাপ, রক্তে কোলেস্টরেলের মাত্রা ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। ডাক্তার রোগীর জীবনধারণের কোনো পরিবর্তন রয়েছে কিনা সেটাও পর্যবেক্ষণ করে থাকেন এবং আরও কী কী ধরনের স্ক্রিনিং টেস্টের প্রয়োজন হতে পারে- সেটাও যাচাই করেন।
যেসব রোগীদের ক্ষেত্রে একের অধিক ঝুঁকি নির্দেশক পাওয়া যায় তাদের জন্য অতিরিক্ত স্ক্রিনিং দরকার হতে পারে। হৃদরোগের প্রমাণ পেলে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইকেজি) করতে হবে। যাদের বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে স্ট্রেস টেস্টের প্রয়োজন হতে পারে।
হার্ট সম্পর্কিত আরও কিছু স্ক্রিনিং টেস্ট হচ্ছে সিটি এনজিওগ্রাফি (সিটিএ), মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং (এমপিআই) ও করোনারি ক্যাথেটার এনজিওগ্রাফি।
রিক্স ফ্যাক্টরসের মধ্যে রয়েছে- রোগীর বয়স, লিঙ্গ, পারিবারিক ইতিহাস, রক্তে উচ্চমাত্রায় কোলেস্টরেল, উচ্চ রক্তচাপ, স্থুলতা, শারীরিক অক্ষমতা ও ডায়াবেটিস।