ইউনিয়ন ব্যাংকের খিলক্ষেত এবং বিজয়পুর বাজার উপশাখার উদ্বোধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৪ পিএম
![ইউনিয়ন ব্যাংকের খিলক্ষেত এবং বিজয়পুর বাজার উপশাখার উদ্বোধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/02/27/image-649538-1677507248.jpg)
শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের খিলক্ষেত উপশাখা, ঢাকা এবং বিজয়পুর বাজার উপশাখা, কুমিল্লা এর শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা ২টি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, কুর্মিটৈালা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাজী মো. আসলাম উদ্দিন, খিলক্ষেত ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাজী মো. শামছুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা সুনাগরিক কমিটির সভাপতি শাহ মুহাম্মদ আলমগীর খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢকা ও কুমিল্লার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।