Logo
Logo
×

কর্পোরেট নিউজ

‘মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির জীবন উৎসর্গ অনন্য ইতিহাস’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৪ পিএম

‘মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির জীবন উৎসর্গ অনন্য ইতিহাস’

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, একুশ একটি চেতনা, একটি বৈশ্বিক প্রতীক, একটি মহান বিপ্লবের নাম।  ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে বাঙালির জীবন ঘটনা বিশ্বের বুকে এক অনন্য ইতিহাস।  

মঙ্গলবার শিশু একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাঙালি জাতিকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করতে অমর একুশের রয়েছে অসামান্য অবদান।  একুশের চেতনায় উজ্জীবিত আজ সারাবিশ্ব।  বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষা আজ বিশ্বে বহুল ব্যবহৃত চতুর্থ ভাষা হিসেবে স্থান করে নিয়েছে।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানি শাসকরা বাঙালিদের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র শুরু করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ গ্রহণ করে। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন শুরু করেন এবং এ দেশের তরুণ সমাজ ও ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করে।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ।

অন্যদের মধ্যে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ছিলেন।

 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম