Logo
Logo
×

কর্পোরেট নিউজ

‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের সত্যতা প্রমাণিত’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ পিএম

‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের সত্যতা প্রমাণিত’

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিশেষ অবদান রয়েছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশে কাজ করে গেছেন। 

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহি দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এবং ভাষা আন্দোলন গবেষক গোলাম কুদ্দুস এ কথা বলেছেন। 

ইউনিভার্সিটির নবনির্মিত শহিদ মিনারে ২১ ফেব্রুয়ারি সকালে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড চেয়ারম্যান মো. আলী আজ্জম। 

বক্তব্য রাখেন গোলাম কুদ্দুস, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক বোর্ড চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। 

স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, আবৃত্তিশিল্পী ও বাংলা ভাষা উচ্চারণ প্রশিক্ষক রূপশ্রী চক্রবর্তী।   

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম