Logo
Logo
×

কর্পোরেট নিউজ

কুমিল্লার ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ হলেন যারা 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ পিএম

কুমিল্লার ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ হলেন যারা 

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ পঞ্চমর্ষের কুমিল্লা অঞ্চলের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ‘কুমিল্লা জিলা স্কুল’ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেন নয় শতাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে মূলপর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছেন কুমিল্লা অঞ্চলের সেরা নয় বাংলাবিদ।   

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধবাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে পঞ্চমবারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করেছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। কুমিল্লা অঞ্চলের বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিএম মনিরুজ্জামান এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, ভাষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক এবং ইস্পাহানি টিলিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মাওলানা আল মামুন।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় কুমিল্লা অঞ্চলের সেরা ২০ প্রতিযোগীকে। পরে উচ্চারণ, বানান ও উপস্থাপনার দক্ষতা যাচাইয়ের মাধ্যমে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে সেরা ৯ জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাওবার সুযোগ পায়। 

উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবেন ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম