বাংলাদেশ কমার্স ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৪ এএম
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩-৪ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব হুমায়ুন বখতিয়ার এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ কাজী মো. রেজাউল করিম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ ড. মো. আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে ২০২০ সালের জন্য ব্যাংকের কর্মকৌশল ও তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী বিশ্বব্যাপী নানা প্রতিকূলতার মধ্যে
২০২২ সালে ব্যাংকের সার্বিক অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের সামগ্রিক উন্নয়নে সবাইকে এ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম তার বক্তব্যে ২০২৩ সালের জানানিকে কাজের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন যাতে ব্যাংকের সুনির্দিষ্ট সফলতা অর্জিত হয়।
সম্মেলনের সমাপনীদিনের ২০২২ সালে বিভিন্ন ব্যবসায়িক সূচকে উপশাখা ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সঙ্গে সম্মেলনের সফলতা কামনা করে বার্ষিক ব্যবসায়িক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।