Logo
Logo
×

কর্পোরেট নিউজ

পর্যটন করপোরেশনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন পুরস্কার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম

পর্যটন করপোরেশনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন পুরস্কার

বাংলাদেশ পর্যটন করপোরেশনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রচনা প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শাকিল আহমেদ প্রথম হয়েছেন। পুরস্কার হিসেবে পরিবারের দুইজন সদস্যসহ বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে ২ রাত থাকা ফ্রি ও নগদ ৫০ হাজার টাকা পান। 

দ্বিতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শাহরিয়ার নাজিম নিলয়। তিনি পরিবারের দুইজন সদস্যসহ বাংলাদেশ পর্যটন করপোরেশনের যেকোনো হোটেল-মোটেলে ২ রাত থাকা ফ্রি ও নগদ ৪০ হাজার টাকা পান। 

প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. মারুফ বিন মাইনুল পিয়াস। তিনি পুরস্কার হিসেবে পান পরিবারের দুইজন সদস্যসহ বাংলাদেশ পর্যটন করপোরেশনের যেকোনো হোটেল-মোটেলে ২ রাত থাকা ফ্রি ও নগদ ৩০ হাজার টাকা। 

বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, প্রেড-১। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (বাণিজ্যিক) জামিল আহমেদ, পরিচালক (প্রশাসন) একেএম তারেক প্রমুখ। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম