Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বিএডিসির চেয়ারম্যান হলেন আব্দুল্লাহ সাজ্জাদ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৩:১০ পিএম

বিএডিসির চেয়ারম্যান হলেন আব্দুল্লাহ সাজ্জাদ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) পদে আব্দুল্লাহ সাজ্জাদ গত ২৯ ডিসেম্বর যোগদান করেন।

বিএডিসিতে যোগদানের আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বীজ অনুবিভাগের মহাপরিচালক (বীজ) হিসেবে কর্মরত ছিলেন।

২০২২ সালের ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিএডিসির চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পান।

আব্দুল্লাহ সাজ্জাদ সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ও যুগ্মসচিব হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

এ ছাড়া কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি মাঠ প্রশাসনে জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাডিশনাল কমিশনার হিসেবে কাজ করেন। আব্দুল্লাহ সাজ্জাদ রাষ্ট্রীয় কাজে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

তিনি ১৯৬৭ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুর রহিম মিয়া এবং মায়ের নাম মিসেস মাজেদা খাতুন। তারা উভয়েই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে আব্দুল্লাহ সাজ্জাদ ১৯৮১ সালে ভূঞাপুর পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৩ সালে ইবরাহীম খান সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

উভয় পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। আব্দুল্লাহ সাজ্জাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের বাবা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম