Logo
Logo
×

কর্পোরেট নিউজ

শেখ কবির হোসেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

শেখ কবির হোসেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত

শেখ কবির হোসেন

শেখ কবির হোসেন সর্বসম্মতিক্রমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। কোম্পানীর পরিচালনা পর্ষদের ৬৫১তম(জরুরী) সভায় অংশগ্রহণকারী সকল পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে শেখ কবির হোসেনকে পরবর্র্তী মেয়াদের জন্য কোম্পানীর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেন।

শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান,ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান ,সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্ণরস। দেশের বীমা শিল্পের উন্নয়নে তিনি সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন। 

এছাড়াও শেখ কবির হোসেন লায়ন্স ক্লাবের সঙ্গে জড়িত। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক হিসাবে দেশে-বিদেশে লায়ন আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন। তিনি একাধিক স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শুভাকাক্সক্ষী। তিনি আগারগাঁয়ে অবস্থিত লায়ন চক্ষু হাসপাতালেরও অন্যতম পৃষ্ঠপোষক। এছাড়াও দেশের একমাত্র ইসলামী চক্ষু হাসপাতালের ভাইস-চেয়ারম্যান হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন। তিনি প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিডিবিএল এর চেয়ারম্যান ও ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ট্রাষ্ট্রি বোর্ডেরও চেয়ারম্যান।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম