
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পিএম
সুপার স্পেশালাইজডে লিভার রোগীদের জন্য আউটডোর-ইনডোর চিকিৎসা চালু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চালু হয়েছে লিভারসহ (হেপাটোলজি) বিভিন্ন জটিল রোগের জন্য ইনডোর ও আউটডোর চিকিৎসাসেবা। হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের অধীনে এই সেবা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সুপার স্পেশালাইজড হাসপাতালে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার অ্যান্ড স্টোক সেন্টার, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সেন্টার এবং অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার চালু রয়েছে। এসব সেন্টারে রোগীদের হার্ট, কিডনি, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে এখন থেকে যুক্ত হয়েছে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের লিভারের (হেপাটোলজি) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা এবং হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সার্জারির চিকিৎসাসেবা কার্যক্রম।
লিভারজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালটিতে প্রতিদিন (শুক্র ও সরকারি ছুটির দিন ছাড়া) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আউটডোর সেবা চালু রয়েছে। ইনডোর সেবার আওতায় এখন লিভারের রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে।
প্রতি সোমবার ও বুধবার এই বিভাগে এন্ডোস্কপি, ইভিএল, ক্লোনোস্কপি, গ্লু ইনজেকশন, এফএনএসি, পেয়ার থেরাপি, ইআরসিপি স্টেন্টিং ও রিমুভাল, ডিউডেনোস্কোপিসহ নানা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে।
হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সার্জারি
এই সেন্টারে পিত্তথলি ও অগ্ন্যাশয়ের জটিল রোগের জন্য ল্যাপারোস্কপিক অপারেশন, হুয়িপল’স প্রসিডিউরসহ আধুনিক সব সার্জারি সেবা চালু রয়েছে। রোগীরা আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন এবং প্রয়োজন অনুযায়ী ইনডোরে ভর্তি হচ্ছেন।
এমনকি খুব শিগগিরই হেপাটোবিলিয়ারি সার্জারি ও লিভার বিভাগ থেকে সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসা চালু করার জন্য প্রস্তুতি চলছে। পাশাপাশি, ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরামর্শও দেওয়া হচ্ছে।
বহির্বিভাগ সেবায় বহু বিভাগ
এই সেন্টারের বহির্বিভাগে হেপাটোলজি ছাড়াও রয়েছে অফথালমোলজি, সার্জিক্যাল অনকোলজি, গ্যাস্ট্রো এন্ট্রারোলজি, কলোরেক্টাল সার্জারি, প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন ও জেনারেল সার্জারি বিভাগ। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি শিফটে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।