
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৯ এএম
রাজধানীতে সন্ধ্যার এক পশলা বৃষ্টিতে কমলো উত্তাপ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম

আরও পড়ুন
রাজধানীতে সন্ধ্যায় পর এক পশলা বৃষ্টি হয়েছে। এতে কমে গেছে দিনের উত্তাপ। সারা দিনের তীব্র গরমের পর শুক্রবার সন্ধ্যার এক পশলা বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে দিল রাজধানীবাসীকে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মার্চ-এপ্রিল-মে মাসে সাধারণত কালবৈশাখী ঝড় থেকে একটা বৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যার বৃষ্টিটাও সেরকম বৃষ্টি। অনেক সময় শুধু বৃষ্টি হয়, ঝড় থাকে না।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
সোমবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটিও গুরুত্ব হারিয়েছে বলে অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।