
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম
ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মনোমুগ্ধকর আয়োজন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম

আরও পড়ুন
ঢাকায় ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন হয়ে গেল। ভারতের সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) এর ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বুধবার এ আয়োজন হয়।
এতে সিলেটের মণিপুরি সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় ‘লাই হরোবা’ নৃত্য পরিবেশিত হয়।
এ ছাড়া আইসিসিআরের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল কত্থক, ভরতনাট্যম এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের পরিবেশনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বধে। তিনি বলেন, আইসিসিআরের দীর্ঘ পথচলা শুধু ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের উৎসব নয়, এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর সাংস্কৃতিক বন্ধন এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের প্রতিফলনও বটে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্টজন, শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।