
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম
যাত্রাবাড়ীর সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দ

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:১১ পিএম

আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের নামে রাজধানীর বড় মগবাজারে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও জব্দের আদেশ দেওয়া হয়েছে ফ্ল্যাট সংশ্লিষ্ট ভবনে অভিযুক্তের নামে থাকা দুইটি গাড়ি পার্কিং প্লেসকে।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এ ফ্ল্যাট জব্দের আবেদন করেন।
দুদকের আবেদন সূত্রে জানাযায়, দুই হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্লাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা। অভিযুক্তের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে প্রতীয়মান হয়, অভিযুক্ত মাজহারুল ইসলাম কর্তৃক অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার স্ত্রী লায়লা খানের মালিকানায় আছে। তার স্ত্রী লায়লা খানের নামীয় এ ফ্ল্যাটটির মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এটি জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।