
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিক্ষোভ

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম

ছবি:সংগৃহীত
আরও পড়ুন
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল
থেকেই দুপুর পর্যন্ত এ কে স্কুল, দনিয়া কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,
যাত্রাবাড়ী-কদমতলী-ডেমরা ছাত্রজনতা, যাত্রাবাড়ী থানা হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক
ও শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা
প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান
দেন।
এদিন সকাল ১১টায়
রাজধানীর কাজলা, কোনাপাড়া, কদমতলী, মেরাজনগরসহ বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ও স্কুল
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ
মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে সমবেত হয়ে পৃথক পৃথক সমাবেশ করেন।
অন্যদিকে গাজায়
ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে সকাল ১১টায় দনিয়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সামনে
মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভ মিছিল বের করে যাত্রাবাড়ী মোড়ে গিয়ে শেষ
করেন।
কলেজের অধ্যক্ষ
জুয়েলা জেবুন্নেছা খান বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
অবিলম্বে হত্যা বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন,
গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত শিশু, নারী-পুরুষ নির্বিশেষে ৫০ হাজারেরও বেশি মানুষ
প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের এই হত্যাযজ্ঞ
দেখে বিশ্ববাসী ক্ষুদ্ধ এবং ব্যথিত। এ গণহত্যা বন্ধ চাই।