
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৩১ পিএম
ঈদ উদযাপনে যমুনা ফিউচার পার্কে জমকালো ইভেন্ট

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৮ পিএম

ঈদ উপলক্ষে যমুনা ফিউচার পার্কে আয়োজিত জমকালো ইভেন্টগুলো দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়েছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনের মাধ্যমে হাজারো দর্শনার্থী পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন।
বিনোদনের এক মহোৎসবে পরিণত হওয়া এই আয়োজনে ফিউচার ওয়ার্ল্ড, প্লেয়ার্স ক্লাব, ব্লকবাস্টার সিনেমাস এবং ফুড কোর্ট ছিল দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ।
ফিউচার ওয়ার্ল্ড: ছোটদের জন্য ম্যাজিক শো, আর্ট পেইন্টিং এবং মাসকট শো ছিল দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ। শিশুদের কোলাহল ও উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ এই সেগমেন্টকে প্রাণবন্ত করে তুলেছিল।
প্লেয়ার্স ক্লাব: ঈদের সন্ধ্যা আরও রঙিন করে তুলতে অনুষ্ঠিত হয় জমজমাট মিউজিক্যাল শো। সংগীতপ্রেমীদের পদচারণায় মুখরিত হয় প্লেয়ার্স ক্লাব, যেখানে সবাই প্রাণখুলে উপভোগ করেছেন নাচ ও সংগীত।
ফুড কোর্ট: সুস্বাদু খাবারের সঙ্গে লাইভ মিউজিকের পরিবেশনা দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। খাবার ও সংগীতের সমন্বয়ে দর্শনার্থীরা উপভোগ করেন এক ব্যতিক্রমী আনন্দঘন মুহূর্ত।
ব্লকবাস্টার সিনেমাস: ঈদের আমেজ বাড়িয়ে তুলতে নতুন ও আলোচিত চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ছিল দর্শকদের জন্য প্রধান আকর্ষণ। সিনেমাপ্রেমীদের উপচে পড়া ভিড় এই আয়োজনকে আরও সফল করে তোলে।
যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ সব দর্শনার্থীদের ধন্যবাদ জানায় তাদের অংশগ্রহণ ও উৎসাহের জন্য। ভবিষ্যতেও এ ধরনের আকর্ষণীয় ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যমুনা ফিউচার পার্ক।
ঈদ আনন্দের সেরা গন্তব্য হিসেবে যমুনা ফিউচার পার্ক প্রমাণ করেছে যে, এটি শুধুমাত্র একটি শপিংমল নয়, বরং বিনোদনের এক কেন্দ্রবিন্দু।