
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০১:০০ পিএম
রাজধানীর উত্তরখানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০২:৫৯ এএম

আরও পড়ুন
রাজধানীর উত্তরখানে বুধবার দিবাগত গভীর রাতে একটি টিনসেড বাসায় গ্যাস বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় জাতীয় বার্ণ ও প্লাসটিক সার্জারি ইন্সটিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাদের। নিহতরা হলেন, ময়নাল ও আনোয়ারা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বার্ণ ইইন্সটিটিউটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয় বলে যুগান্তরকে জানান ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার পওে গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে। উত্তরখানের ভুঁইয়াবাড়ি বাশতলা এলাকায় রাস্তার পাশে টিনসেড রুমে থাকতো ওই দম্পতি। একজন রিকশা চালাতেন এবং অপর জন গার্মেন্টসে চাকরি করতেন। তাদের রুমের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের সুয়ারারেজের লাইন নির্মানের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, কাজের সময় গ্যাসের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে। পরে রাতে বিদ্যুৎ না থাকা অবস্থায় অন্ধকারে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। পরে তিতাসের লোক এসে গ্যাসের লাইন বন্ধ করে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।