
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৯ এএম
ক্রেতাদের উপচে পড়া ভিড়
শেষমুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্ক
# কেনাকাটা করে জিতে নিচ্ছেন ফ্রিজ, টিভিসহ আকর্ষণীয় পুরস্কার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম
-67e2fa36007a6.jpg)
ছবি: যুগান্তর
আরও পড়ুন
শেষমুহূর্তে জমজমাট দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। ঈদে বাড়ি ফেরার আগে দলে দলে ক্রেতা আসছেন এখানে। অনেকে আসছেন একা। আবার অনেকে পরিবার নিয়ে। শপিংয়ের ফাঁকে পার্কের ফিউচার ওয়ার্ল্ড ও প্লেয়ার্স ক্লাবে মেতে উঠছেন বাবা-মায়ের সঙ্গে আসা শিশুরা। সুপার বাইক রাইড, সুপার সুইং, বলিং, আরকেট গেমসহ নানা খেলায় অংশ নেয় তারা। এদিকে শপিংমলে কেনাকাটা করে ক্রেতারা জিতে নিচ্ছেন ফ্রিজ, টিভিসহ আকর্ষণীয় সব পুরস্কার। ঈদ উপলক্ষ্যে তাদের পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ।
মঙ্গলবার যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, সকাল থেকেই এখানে সব শ্রেণির ক্রেতা ভিড় করছেন। এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন পছন্দের পোশাক। অনেকে পোশাক কেনা শেষ করে যাচ্ছেন জুতার শোরুমে। আবার অনেকে যাচ্ছেন গহনা কিংবা কসমেটিক্সের দোকানে।
ক্রেতাদের ভিড় বাড়ে বিকালে। ইফতারের আগে ব্যস্ততা বাড়ে বেচাকেনায়। অনেকে শপিংমলের ফুডকোর্টে ইফতার সেরে আবার কেনাকাটায় মেতে ওঠেন। রাতে ফুডকোর্টে চলে বাহারি আইটেমের ডিনার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদত হোসেন যুগান্তরকে বলেন, যমুনা ফিউচার পার্ক আমার পছন্দের শীর্ষে। প্রতিবছর ঈদে এখান থেকে কেনাকাটা করি। এবারও ঈদের পোশাক এখান থেকে সংগ্রহ করেছি। শুধু নিজের জন্য নয়, বাবা-মা, ভাই ও বোনের জন্যও পোশাক কিনেছি।
ফিউচার পার্কে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ মেট্রো ও হুরের শোরুমে ছিল প্রচণ্ড ভিড়। মেট্রো ফ্যাশনে ১৫-২০ ডিজাইনের পোশাক আনা হয়েছে। এর মধ্যে আছে সারারা-গারার, বেনারসি থ্রি-পিস, লং গাউন, কটি থ্রি-পিস, ইন্দো-ওয়েস্টার্ন টু-পিস, কাপ্তান টু-পিস, আফগান টু-পিস, কটি স্কার্ট প্রভৃতি।
এবার যমুন ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে গ্রুপটি। এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনিন্ম ২০০০ টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এ ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত।
ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন, সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। সেখানে থাকা কিউআর কোড স্ক্যান ও সাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে এখন পর্যন্ত ৬০০টির বেশি আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন ক্রেতারা, যা ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।