
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৯ এএম
যমুনা ফিউচার পার্কে কেনাকাটায় স্বস্তি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:১২ এএম

ছবি: যুগান্তর
স্বস্তির কেনাকাটা চলছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে। দেশি-বিদেশি সব ব্র্যান্ডের পছন্দের পোশাক কিনে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। অল্প সময়ের মধ্যে পরিবারের সদস্যদের পছন্দের পোশাক পেয়ে খুশি তারা। শপিংমলে কেনাকাটা করে অনেকেই জিতে নিয়েছেন ফ্রিজ, টিভিসহ আকর্ষণীয় নানা পুরস্কার। ক্রেতাদের এসব পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্র“প।
সোমবার যমুনা ফিউচার পার্ক
ঘুরে দেখা যায়, অধিকাংশ ক্রেতাই সপরিবারে আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপে ঘুরে
পছন্দের পোশাক সংগ্রহ করছেন তারা। তাদের বেশি নজর ছিল পোশাকের দোকানগুলোতে। বাহারি
ধরনের পোশাক পেয়ে খুশি আগতরা। শেষ মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি ও ভালো কেনাবেচা হওয়ায়
খুশি বিক্রেতারাও।
রাজধানীর উত্তরা থেকে যমুনা
ফিউচার পার্ক শপিংমলে এসেছিলেন শামিমা পারভীন। স্বামী-সন্তান নিয়ে অল্প সময়ের মধ্যেই
ঈদের কেনাকাটা শেষ করেন। তিনি যুগান্তরকে বলেন, দুই ছেলের পছন্দের পোশাক কিনতে রাজধানীর
কয়েকটি শপিংমলে ঘুরেছি। কিন্তু সেগুলোতে পছন্দের পোশাক মিলাতে পারিনি। তাই আজ এসেছিলাম
যমুনা ফিউচার পার্কে। অল্প সময়ের মধ্যেই নিজেদের পছন্দের পোশাকগুলো নিয়েছি। এক জায়গায়
সবকিছু পেয়েছি বলে কষ্ট অনেক কম হয়েছে।
ফিউচার পার্কে দেশের শীর্ষস্থানীয়
ফ্যাশন হাউজ মেট্রো ও হুর এর শোরুমে ছিল ক্রেতার ভিড়। মেট্রো ফ্যাশনে এবারের ঈদ ঘিরে
নতুনভাবে ২০ ডিজাইনের পোশাক আনা হয়েছে। এর মধ্যেÑসারারা-গারারা। বেনারসি থ্রিপিস, লং
গাউন, কটি থ্রিপিস, ইন্দো-ওয়েস্টার্ন টু পিস, কাপ্তান টু পিস, আফগান টুপিস, কটি স্কার্ট
রয়েছে। ক্রেতারা সব ধরনের পোশাক পছন্দ করছে।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত
সুবিশাল শপিংমলে শাড়ি, জামা-কাপড়, ঘড়ি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, মোবাইল, পারফিউমসহ
নিজেদের পছন্দের সব ধরনের পোশাক সংগ্রহ করছেন সব বয়সের ক্রেতারা। পছন্দের পোশাকের সঙ্গে
মিল রেখে কানের দুল, চুড়ি, গলার মালা, টিপ, ব্যাগ, জুতাসহ সব ধরনের প্রসাধনী পণ্য কিনতে
দেখা গেছে তাদের।
এদিকে যমুনা ফিউচার পার্কে
ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে যমুনা গ্র“প। ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার
সুযোগ করে দিয়েছে। আর এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনিু ২০০০ টাকার
কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয়
উপহার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত।
ক্রেতারা যাতে সহজে উপহার
পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। সেখানে থাকা
কিউআর কোড ও.পড়স সাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার
জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে এখন পর্যন্ত
৫০০ জনের বেশি মানুষ আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন, যা ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে
বহুগুণ।