
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৯ এএম
শেষ সময়ে যমুনা ফিউচার পার্কে ক্রেতাদের জোয়ার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম
-67e037961c194.jpg)
আরও পড়ুন
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের কেনাকাটা প্রথম রোজা থেকে জমজমাট। শেষ সময়ে যমুনায় যেন ক্রেতাদের জোয়ার নেমেছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভরপুর বেচাকেনা। এ শপিংমলে সর্বনিম্ন ২ হাজার টাকার কেনাকাটা করে কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। তাদের জন্য এ সুযোগ নিয়ে এসেছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ।
সর্বশেষ রোববার যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে ৩টি ফ্রিজ পেয়েছেন ক্রেতারা। তারা হলেন উত্তরার আফরোজা পারভীন, চকবাজারের আবির হোসেন ও মিরপুরের ফাহিম আহমেদ। তাদের হাতে এসব পুরস্কার তুলে দেন যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর আলম।
তিনি বলেন, রোজার শুরু থেকে নিয়মিত যমুনা ফিউচার পার্কে ক্রেতাদের পুরস্কার দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অনেকের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি।
উত্তরার আফরোজা পারভীন বলেন, আমার জীবনে কখনোই পুরস্কার পাইনি। এই প্রথম যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা করে ফ্রিজ পেয়েছি। ঈদের আগেই ঈদ আনন্দ উপহার দেওয়ায় যমুনা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের কেনাকাটা করতে যমুনায় ভিড় করেছেন। সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে পোশাকের দোকানগুলোয়। পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন অনেকে। দেশি-বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন পোশাক। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল এ শপিংমলে ভিড় থাকলেও পর্যাপ্ত জায়গা থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। এক ছাদের নিচ থেকে পোশাক ছাড়াও গয়না, কসমেটিক্স, ক্রোকারিজ, জুতা, পারফিউমসহ সব ধরনের পণ্য সংগ্রহ করছেন তারা। ইনফিনিটি, অঞ্জন’স, আড়ং, কান্ট্রি বয়, টপ টেনসহ বিভিন্ন পোশাকের ব্র্যান্ড ও শপগুলোয় প্রচুর ক্রেতাসমাগম দেখা গেছে।
ফিউচার পার্কে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ মেট্রো ও হুর-এর শোরুমে ছিল ক্রেতার ভিড়। মেট্রো ফ্যাশনে এবারের ঈদ ঘিরে নতুনভাবে ১৫-২০ ডিজাইনের পোশাক আনা হয়েছে। এর মধ্যে সারারা-গারারা, বেনারসি থ্রি-পিস, লং গাউন, কটি থ্রি-পিস, ইন্দো-ওয়েস্টার্ন টু-পিস, কাপ্তান টু-পিস, আফগান টু-পিস, কটি স্কার্টসহ বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হচ্ছে।
দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে মিরপুর থেকে ঈদের শপিং করতে যমুনায় এসেছেন মিজানুর রহমান। অল্প সময়ের মধ্যেই তিনি সংগ্রহ করেছেন নিজেদের পছন্দের পোশাক। তিনি বলেন, প্রতি ঈদে যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা করি। এবারও পরিবারের সদস্যদের নিয়ে এসেছি এবং পছন্দের পোশাক কিনেছি। অন্য বছরের তুলনায় এবার আরও আকর্ষণীয় পোশাক পেয়েছি।
ধানমন্ডি থেকে ফিউচার পার্কে আসা আব্দুর রহিম বলেন, ঈদ এলেই নিয়মিত যমুনায় আসা হয়। এখানে দেশের নামিদামি সব ব্র্যান্ডের দোকান রয়েছে এবং সব এক ছাদের নিচে। তাই কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সাধারণত ইফতারের আগেই ব্যস্ততা বাড়ে বেচাকেনায়। সন্ধ্যায় অনেকে শপিংমলের ফুডকোর্টে ইফতার সেরে আবার কেনাকাটায় মেতে ওঠেন।
এদিকে ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। আর এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন ২০০০ টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। সেখানে থাকা কিউআর কোড ও www.jamunaeid.com সাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে এখন পর্যন্ত প্রায় ৫০০টি আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন আগত ক্রেতারা, যা তাদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।