Logo
Logo
×

রাজধানী

ধর্ষণের শিকার ঢামেকে একদিনে ৪ শিশু-কিশোরীসহ সাতজন ভর্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:০৩ এএম

ধর্ষণের শিকার ঢামেকে একদিনে  ৪ শিশু-কিশোরীসহ সাতজন ভর্তি

একদিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্ষণের শিকার চার শিশুসহ সাতজন। তারা সবাই রাজধানীর বাসিন্দা। বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে তারা হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মুগদা এলাকার তিন কিশোরী রয়েছে।

ধর্ষণের শিকার হওয়াদের মধ্যে ১২ বছরের শিশুও রয়েছে। কেউ প্রতিবেশীর দ্বারা আবার কেউ পূর্ব পরিচিতের দ্বারা এ ধর্ষণের শিকার হন। এসব ধর্ষণের ঘটনা সাম্প্রতিক সময়ে সংঘটিত হয়েছে। অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। 

জানা গেছে, মুগদায় পৃথক ঘটনায় ধর্ষণের শিকার তিন কিশোরী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। প্রতিটি ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। মুগদা থানার এসআই আল-আমীন বলেন, বুধবার ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) নামে এক ব্যক্তি বারো বছরের এক শিশুকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করা হয়েছে। পরে জব্বারকে গ্রেফতার করা হয়।

এসআই আল-আমীন আরও জানান, একই থানা এলাকায় গত ১৮ মার্চ তেরো বছরের এক কিশোরীকে পূর্ব পরিচিত প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস বাসার ছাদে ধর্ষণ করে। পরে পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় কিশোরীর বাবা-মা দুজনই বাসার বাইরে ছিলেন। দুটি ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতরা দায় স্বীকার করেছেন। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মুগদা থানার এসআই তহিদুল ইসলাম জানিয়েছেন, ১৮ মার্চ পনেরো বছরের এক কিশোরীকে তার পূর্ব পরিচিত সিয়াম (১৮) ধর্ষণ করে। ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। 

এছাড়া খিলগাঁওয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের নাম আলিফ সিয়াম। ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ছেলেটি ভুক্তভোগীর পাশের বাসার ও পূর্ব পরিচিত। ফেব্রুয়ারি মাসে কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে নিয়ে যায়। 

পরে মেয়ের পরিবার থানায় অভিযোগ করে। ২৩ ফেব্রুয়ারি তাকে জোর পূর্বক ধর্ষণ করা হয় এমন অভিযোগ করে বুধবার থানায় মামলা করা হয়। ওই যুবক পলাতক রয়েছে। কিশোরীটিকে শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খিলগাঁও এলাকায় এগারো বছরের আরও এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার এসআই মোশাররফ হোসেন। 

তিনি বলেন, ১৯ মার্চ সন্ধ্যায় একই বাড়ির ভাড়াটিয়া আলামিন ওই শিশুকে বাথরুমের ভেতর মুখ চেপে ধরে ধর্ষণ করে। পুলিশ আলামিনকে গ্রেফতার করেছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় বন্ধুর বাসায় ধর্ষণের শিকার হয়ে এক তরুণী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার ধর্ষণের অভিযোগ করে হাতিরঝিল থানায় মামলা করেন তিনি। হাতিরঝিল থানার ওসি মো. রাজু যুগান্তরকে বলেন, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে এক যুবকের। 

সম্প্রতি ওই যুবক হাতিরঝিল থানাধীন বাসায় ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ করে এমন অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার ভিকটিম তরুণীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। আসামি গ্রেফতারে অভিযান চলছে।  

এছাড়া রাজধানীর উত্তর বাড্ডায় এক তরুণী ধর্ষণের অভিযোগ করায় শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকালে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বশীল সূত্রে বিষয়টি নিশ্চিত হলেও বাড্ডা থানা পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে। ওই তরুণীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম