
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:২১ পিএম

আরও পড়ুন
রাজধানীর মিরপুরের রূপনগরে রাজমিস্ত্রিদের এক সর্দারের কাছে ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে তার ওপর হামলার অভিযোগে শফিক নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার চাঁদার টাকা না পেয়ে নিজাম উদ্দিন নামে ওই রাজমিস্ত্রি সর্দারের ওপর হামলা করেন স্বেচ্ছাসেবক দল নেতা শফিক ও তার অনুসারীরা।
এ ঘটনায় মঙ্গলবার রাজধানীর রূপনগর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন রাজমিস্ত্রি নিজাম। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযুক্ত শফিক রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের সেক্রেটারি।
মামলার অন্য আসামিরা হলেন- সোহেল, আলাউদ্দিন, ইউসুফ, ইয়াছিন, আলাউদ্দিন-২, সহিজল, ইউসুফ-২, আইজল, পারভেজ।
মামলার বাদী রূপনগরের দুয়ারীপাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এলাকায় সপরিবারে থাকেন। দুয়ারীপাড়া ‘খ’ ব্লকের ১ নম্বর সড়কের পাশে তার একটি ভবন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল।
শুক্রবার ওই প্রকল্পে তার হেলপার ও মিস্ত্রি বাউন্ডারি ওয়ালের ইট গাঁথুনির কাজ করছিলেন। হঠাৎ রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পরিচয় দিয়ে মো. শফিক ও তার সহযোগীরা এসে মিস্ত্রিদের মারধর করে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে।
এ সময় নিজাম উদ্দিন দুয়ারীপাড়ার স্মরণিকা এলাকায় প্রকল্পের অন্য একটি সাইটের কাজ করছিলেন। পরে তারা সেখানে গিয়ে নিজাম উদ্দিনকে বেধড়ক পেটায়। হামলাকারীরা নিজামকে বলেন, ১০ হাজার টাকা (চাঁদা) দিয়ে কাজ করতে হবে। এলাকায় কোনো বাড়ির কাজ ধরলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।
চাঁদা না দেওয়ায় তাকে (নিজাম উদ্দিন) পিটিয়ে পকেট থেকে ৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। পুরো হামলার চিত্র ধরা পড়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজে। সন্ত্রাসীরা যে কোনো সময় নিজাম ও তার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে- এ আশঙ্কায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন বলে এজাহারে উল্লেখ করেন তিনি।
রূপনগর থানার ওসি মোকাম্মেল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে।
রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার হামিদ বলেন, মামলার ঘটনা আমরা শুনেছি। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাউকে স্বেচ্ছাসেবক দলে রাখা যাবে না। শফিক যদি দোষী সাব্যস্ত হন, তার বিরুদ্ধে অচিরেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দলীয় ফোরামে এ ব্যাপারে আলোচনা হয়েছে।
অভিযুক্ত শফিককে একাধিকবার ফোন দিয়ে নম্বর বন্ধ পাওয়া গেছে।