Logo
Logo
×

রাজধানী

ডেমরায় বাসের ধাক্কায় বাইকআরোহী বাবার মৃত্যু, ছেলে আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম

ডেমরায় বাসের ধাক্কায় বাইকআরোহী বাবার মৃত্যু, ছেলে আহত

ঢাকার ডেমরায় বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ওবায়দুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময়ে বাইকে থাকা তার ১৭ বছর বয়সি ছেলে লাবিব আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডেমরা থানার এসআই রিয়াদ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ডেমরা মীরপাড়া পেট্রলপাম্পের সামনের রাস্তায় অছিম পরিবহণের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

৪২ বছর বয়সি ওবায়দুল ইসলাম পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সিবাড়ি এলাকায় থাকেন। 

এসআই রিয়াদ হোসেন বলেন, বাইকআরোহী বাবা-ছেলে মাতুয়াইলের বাসায় ফিরছিলেন, পথে দুর্ঘটনার শিকার হন।

ঘাতক বাসটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে জানিয়ে পুলিশের এই এসআই বলেছেন, তারা বাস ও চালকের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন।

ওবায়দুল ও রিয়াদকে হাসপাতালে নেওয়া পথচারী জীবন বলেন, সকালে অফিসে যাওয়ার সময়ে মীরপাড়া পেট্রলপাম্পের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখি অছিম পরিবহণের একটি বাসের সামনে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় দুইজন পড়ে আছেন। পরে আমি তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। 

তিনি বলেন, সেখানে তাদের না রাখায় সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, নিহত ওবায়দুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ছেলে লাবিবের চিকিৎসা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম