বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম

রাজধানীতে মুসল্লিদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে যমুনা গ্রুপের সমাজ সেবা সংস্থা নুরুল ইসলাম ফাউন্ডেশন। সোমবার (১৭ মার্চ) বায়তুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ নগরীর ১০টি এলাকায় চলে এ কর্মসূচি।
সাধারণ মুসল্লি, মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবীসহ নানা বয়সী মানুষের হাতে তুলে দেওয়া হয় বাংলায় অনুবাদকৃত কুরআন শরিফের সহস্রাধিক কপি।
কুরআন নাজিলের মাস রমজান। রমজানে কুরআন চর্চায় রয়েছে বাড়তি ফজিলত ও বিশেষ নির্দেশনা। বিষয়টি মাথায় রেখেই নুরুল ইসলাম ফাউন্ডেশন ও যমুনা গ্রুপের এ উদ্যোগ।
ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এ মাসে কুরআন শরিফ হাতে পেয়ে যমুনা গ্রুপের উচ্ছ্বসিত প্রশংসা ও আল্লাহর শোকরিয়া আদায় বলেন, কুরআন আল্লাহর কালাম। আল্লাহ যাদের কবুল করেন তারাই পবিত্র কুরআনের খেদমত করতে পারেন।
ফাউন্ডেশনের প্রকল্প প্রধান মাওলানা তোফায়েল গাজালি জানান, এতিম-অসহায়দের দায়িত্বগ্রহণ, মসজিদভিত্তিক মক্তব পরিচালনা, দুস্থদের সেবা, দারিদ্র বিমোচনসহ নানা সেবা নিয়ে সারা বছর মানুষের পাশে থাকে যমুনা গ্রুপ ও নুরুল ইসলাম ফাউন্ডেশন। বছরের অন্যন্য সময়ের মতো পবিত্র রমজান মাসে গ্রহণ করা হয়েছে নানা রকম ধর্মীয় ও সামাজিক উদ্যোগ। গণ ইফতার, ঈদ উপহার বিতরণ, বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ এর মধ্যে অন্যতম।
সংশ্লিষ্টরা জানান, শান্তি-শিক্ষা-সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণেই এর যাত্রা।
আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থন তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণ-পোষণ, ছিন্নমুল ও পথবাসিদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি।
উল্লেখ্য, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম ২০২০ সালে মারা যান। তার স্মরণে যমুনা গ্রুপ ও পরিবারের সদস্যরা মিলে মানবতার কল্যাণে প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম ফাউন্ডেশন।