Logo
Logo
×

রাজধানী

‘টুন্ডা বাবু’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম

‘টুন্ডা বাবু’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং ‘টুন্ডা বাবু’ গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারাল অস্ত্রসহ মাদক জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ১১ থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বসিলা সেনা ক্যাম্প জানায়, আদাবর এলাকার কিশোর গ্যাং লিডার বাবু ওরফে টুন্ডা বাবু কিছুদিন আগে র‍্যাবের হাতে গ্রেফতার হন। তার অনুপস্থিতে তার ভাই স্বপন কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি তাদের দলের সদস্য বৃদ্ধির জন্য ওঠতি বয়সি কিশোরদের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিত।

শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রুপটির চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা,  তিনটি বড় সামুরাই, একটি চাপাতি ও ছোট বড় আরও ছয়টি ছুরি পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম