Logo
Logo
×

রাজধানী

ছিনতাই করে পালানোর সময় পুলিশের হাতে আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

ছিনতাই করে পালানোর সময় পুলিশের হাতে আটক

রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার নাম সাদ্দাম (৩০)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ রোডে এ ঘটনা ঘটে।

ডিএমপির গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আটক ছিনতাইকারীকে হাজতখানায় রাখা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর একটার দিকে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ রোডে ছিনতাইকারী সাদ্দামসহ চার জন দুটি মোটরসাইকেল যোগে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীদের চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলের পাশেই ইস্কনের মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা দৌড়ে স্থানীয় জনতার সহায়তায় সাদ্দাম নামের এক ছিনতাইকারীকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়।

এ সময় ছিনতাইকারী সাদ্দাম পরে গিয়ে কপালে ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়। আটককৃতের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতখানায় রাখা হয়েছে।

জানা গেছে, আটক সাদ্দামের বাবার নাম মৃত জলিল হোসেন। বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার বিরকুট গ্রামে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম