Logo
Logo
×

রাজধানী

বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম

বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম সৌরভ খান (৩১)। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সৌরভ যশোরের শার্শা উপজেলার জাকির হোসেনের ছেলে। তিনি পল্টন এলাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও তিন বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

সৌরভের মামা সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে খিলগাঁওয়ের বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যান সৌরভ। মধ্যরাতে তিনি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে বনশ্রী ‘এ’ ব্লকের শান্তা টাওয়ারের বিপরীত পাশের সড়কে কোনো গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার এসআই হাসানুজ্জামান বলেন, বেপরোয়া গতির কোনো ট্রাক বা অন্য কোনো গাড়ি সৌরভের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম