Logo
Logo
×

রাজধানী

যাত্রাবাড়ীতে কোটি টাকার আতশবাজি ও গাঁজা উদ্ধার

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

যাত্রাবাড়ীতে কোটি টাকার আতশবাজি ও গাঁজা উদ্ধার

যাত্রাবাড়ীতে কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি এবং ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ও র‌্যাব-১০ এর যৌথ টিম।

বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন রাস্তায় চেকপোস্টে তিনটি কার্গো গাড়ি তল্লাশি করে এসব আতশবাজি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ চোরাইকারবারীরা মাদকদ্রব্য ও আতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম