ধর্ষকদের ফাঁসির দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:৩৮ পিএম

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিসহ, ধর্ষণ, খুন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রগতিশীল ছাত্র সংগঠনের ব্যানারে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ধর্ষণবিরোধী একটি বিক্ষোভ মিছিল আগামী ১৫ মার্চ শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শহিদ মিনার হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশ করবে বলে জানানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে অবস্থান নেয়। এ মিছিলে উদীচী, খেলাঘরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারাও অংশ নেন।
শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, নারীর সামান্য মৌলিক অধিকার ও নিরাপত্তা দিতে এ রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমলের পর আমল পরিবর্তন হয়, কিন্তু নারীর নিরাপত্তার কোনো পরিবর্তন হয় না। নারী সর্বদা একটা ডি-হিউম্যানাইজড পশুর মতো জীবন যাপন করে, যাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে ধর্ষণ করা যায়, ছুরি চালানো যায়, মেরে ফেলা যায়। দেশে একের পর এক ধর্ষণ ঘটেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্লজ্জের মতো বলছেন- দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।
সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সংগঠক খান আসাদুজ্জামান মাসুম, শাহরিয়ার রেজা, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লাকি আক্তার, আবু রায়হান, গৌতম শীল প্রমুখ।