
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেফতার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:২৪ এএম

আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী এজাজ ওরফে হেজাজকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রায়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আইনিপ্রক্রিয়া অনুসরণ করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকার ত্রাশ এই এজাজ। এজাজ দীর্ঘদিন কারা ভোগের পরে গত বছরের ১৫ আগস্ট শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হেলাল ও ইমন একসঙ্গে জামিনে বের হয়।
জামিনে বের হওয়ার পর থেকেই সন্ত্রাসী এজাজ ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অপহরণ করে আসছিল। কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই এজাজ হামলার মূলহোতা।
এছাড়াও শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলাল বর্তমানে পলাতক থাকায় তাদের বিভিন্ন সন্ত্রাসী গ্যাং পরিচালনা করে এই এজাজ। এজাজের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ ১২ থেকে ১৫ টি মামলা রয়েছে।
এলাকাবাসীরা জানায়, ঢাকার বিভিন্ন জায়গায় তার প্রায় ১২০ থেকে ১৫০ সদস্যের বিভিন্ন সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে।