Logo
Logo
×

রাজধানী

যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনে হত্যা: মামলার আসামি গ্রেফতার

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:৫২ এএম

যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনে হত্যা: মামলার আসামি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় আসামী মোস্তাকিম (২০) এবং চুরি ও চাঁদাবাজির অভিযোগে আব্দুল কাদের পাপ্যু (৩২) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১১টায় যাত্রাবাড়ী শেখপাড়া মসজিদ এলাকা থেকে র‌্যাব-১০ এবং বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ পৃথকভাবে তাদের গ্রেফতার করেছে। 

র‌্যাব-১০ সুত্রে জানা যায়, ১৪ আগষ্ট রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনকালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি হামলা করে। এসময় ভিকটিম মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও  পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে যাত্রাবাড়ী থানার সামনে পাকা রাস্তার উপর ফেলে রাখে। পরবর্তীতে পথচারী ও আন্দোলনরত ছাত্র-জনতা ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সাইদুল মারা যায়। 

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মোস্তাছাত্র আন্দোলনের সময় শনিরআখড়া ব্রিজের সামনে ছাত্র সমন্বয়ক ইয়াছিন আরাফাতকে মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে তার নিকট থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে আব্দুল কাদের পাপ্যুর বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৩টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম