Logo
Logo
×

রাজধানী

বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল

সহকর্মীদের হামলায় তিন চিকিৎসক আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৫৭ এএম

সহকর্মীদের হামলায় তিন চিকিৎসক আহত

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকর্মীদের হামলার শিকার হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মঈনুল আলম চাকলাদারসহ তিন চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীরা ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈনুল আলম চাকলাদারের কক্ষে হামলার ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়, ডা. ফয়সাল আহম্মেদ, ডা. মো. মশিউর মুসা, ডা. মো. রাব্বী, ডা. ফুয়াদ কাদের এশান, ডা. মাহবুব আলম মন্ডল, ডা. শাহরিয়ার উচ্ছ্বাস, ডা. মুহিব মো. কবির, ডা. মেহনাজ কবীর, ডা. আরমান হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন চিকিৎসক এ হামলায় জড়িত ছিলেন।

জিডিতে ডা. মঈনুল আলম চাকলাদার আরও উল্লেখ করেন, অভিযুক্তরা হঠাৎ তার কক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং তার শার্ট ছিঁড়ে ফেলেন। তার চিৎকার শুনে সহকর্মী ডা. মো. রিফাত মাহমুদ খান এগিয়ে এলে তাকেও হামলাকারীরা মারধর করেন এবং তার পোশাক ছিঁড়ে ফেলেন। এ সময় ডা. নুরুন্নাহার ফায়জুর নেছা এগিয়ে আসলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

হাসপাতালের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিয়ে দ্রুত সরে যায়। যাওয়ার সময় তারা রুমের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে, যার ফলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, বাংলাদেশ মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক আহত অবস্থায় থানায় এসে অভিযোগ করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম