Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

Icon

বিমানবন্দর থানা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:০৮ এএম

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনে সৈনিক পদে কর্মরত ছিলেন।

তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সড়ক পার হওয়ার সময় সৈনিক নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, ‘কোন গাড়ির চাপায় ওই সেনা সদস্য নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম