Logo
Logo
×

রাজধানী

স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে স্বর্ণ লুটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং দেশের স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই দাবি জানানো হয়।

এতে বক্তারা বলেন, আমরা স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাই বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে আছে চুরি-ডাকাতি ও পুলিশ বা প্রশাসন কর্তৃক নানা হয়রানির শিকার। বৈধভাবে স্বর্ণ ক্রয় করার পরও প্রশাসন কর্তৃক নানা হয়রানির শিকার হতে হয়। স্বর্ণ ব্যবসায়ীদের কোনো ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় না। আত্মীয়-স্বজন ও মহাজন থেকে ধারদেনা করে তাদের এই ব্যবসা চালাতে হয়। অধিকাংশ সময় তারা মহাজনের কাছে জিম্মি হয়ে পড়েন।

তারা বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রামপুরা বনশ্রীতে জুয়েলার্স ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে এবং গুলি করে একশ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এতে আনোয়ারের সারা জীবনের তিল তিল করে জমানো সঞ্চয় শেষ হয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছে। ওই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চাঁদা নেওয়ার মোবাইল নম্বর, ঘটনার ভিডিও ফুটেজ, তিনটা মোটরবাইকের নাম্বার প্লেট, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ, দারোয়ানের সন্দেহজনক আচরণসহ এতগুলো আলামত থাকার পরও প্রশাসন অপরাধীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে ব্যর্থ হচ্ছে! এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তৃতা করেন সবুজ বাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব, বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়া, স্বর্ণ ব্যবসায়ী মো. আলমগীর, মো. বাবু হানিফ, মো. শাহাবুদ্দিন, মো. নুর ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম