Logo
Logo
×

রাজধানী

হোটেলে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জামায়াতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম

হোটেলে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ  দেওয়ার দাবি জামায়াতের

রাজধানী ঢাকা মহানগরীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে সোমবার দুপুরে অগ্নিকান্ডে ৪ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। 

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অগ্নিকান্ডে নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। 

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে একটি হোটেলে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৪ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আশা করি সরকার এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। এবং ভবিষ্যতে যাতে আর কখনো এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে না পারে সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। 

আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন: সোমবার গুলশান শাহজাদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সৌদিয়া হোটেলে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের  সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, গুলশান থানা পূর্বের আমির  জিল্লুর রহমান, সেক্রেটারি আবদুল মোতালেব মঈন প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদেরকে স্বান্তনা দেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম