Logo
Logo
×

রাজধানী

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা বাড়ল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা ৬০ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে এই গতিসীমা কার্যকর করা হয়েছে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশিচত করেন।

তিনি জানান, ডিএমপি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে ৮০ কিলোমিটার গতিসীমা কার্যকর করা হয়েছে।

এরই মধ্যে রাস্তার পাশে ‘৮০ কিলোমিটার’ লেখা সংকেত-চিহ্নও বসানো হয়েছে। পাশাপাশি ডিজিটাল বোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমা জানানো হচ্ছে।

এর আগে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়াভাবে চালানো গাড়িগুলোকে বাগে আনতে নীতিমালা তৈরি করে কর্তৃপক্ষ। সে অনুযায়ী সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে গতিসীমা ৬০ কিলোমিটার নির্ধারণ করা হলেও কখনো তা মেনে চলতে দেখা যায়নি। যানবাহন দ্রুত চলার জন্য যে পথ তৈরি করা হয়েছে, সেখানে এত কম গতিসীমা নির্ধারণ করা নিয়ে সমালোচনা ছিল। কোনো যানবাহনকেই সেই গতিসীমা মেনে চলতে দেখা যায়নি। কর্তৃপক্ষও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম