Logo
Logo
×

রাজধানী

পোস্তগোলায় ৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

Icon

শ্যামপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম

পোস্তগোলায় ৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে ৫৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। রোববার ভোর ৪টার দিকে পোস্তগোলার শ্মশানঘাট রোড এলাকা থেকে মাদক ও তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতার হওয়া তিনজন মাদক কারবারি। আর জব্দ গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৫৬ হাজার টাকা।   

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. কামরুল হাসান (৩১), ফয়সাল আহমদ (৩৭)  ও আব্দুল মমিন (৪১)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মাদকের চালান আসছে এমন খবরে শশ্মান ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে আটক করা হয় তিনজনকে। পরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর পোস্তগোলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম