Logo
Logo
×

রাজধানী

গ্রেফতারের পর বহিষ্কার ছাত্রদলের দুই নেতা

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৪৩ পিএম

গ্রেফতারের পর বহিষ্কার ছাত্রদলের দুই নেতা

রাজধানীর মিরপুরে ককটেল ও খেলনা পিস্তলসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছিল যৌথবাহিনী। শুক্রবার গভীর রাতে মিরপুর ১ নাম্বার শাহ আলী এলাকার এফ ব্লকের ৫ নাম্বার রোডের একটি ভবনের চিলেকোঠা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ দুই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেফতার ও বহিষ্কৃতরা হলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ও সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক রাজিব বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলী এলাকার এফ ব্লকের ৫ নাম্বার রোডের একটি বাড়িতে কিছু দুষ্কৃতিকারী অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ ও যৌথ বাহিনী। এ সময়  ইমরান ও রাজিব বিশ্বাসকে ওই ভবনের পঞ্চমতলার চিলেকোঠা থেকে আটক করা হয়।  তাদের শয়নকক্ষ থেকে চারটি  অবিস্ফোরিত ককটেল, একটি খেলনা পিস্তল, ৬টি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার তাদের বিরুদ্ধে রাজধানীর শাহ আলী থানায় একটি মামলা হয়। পরে সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

ঢাকা শহরে বিভিন্ন জনসমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতারকৃতরা।

এদিকে গ্রেফতার হওয়া দুই ছাত্রদল নেতাকে শনিবার রাতেই বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও  শাহ আলী থানার এসআই জিয়াউর রহমান বলেন, ‘শনিবার আসামি দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম