Logo
Logo
×

রাজধানী

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহে আলম ও সম্পাদক মইনুদ্দিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:২৩ পিএম

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহে আলম ও সম্পাদক মইনুদ্দিন

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন 

মীর শাহে আলম ও সাধারণ সম্পাদক মইনুউদ্দিন মাসুদ।

শুক্রবার পুরানা পল্টন ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টেফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি জসিম উদ্দিন মৃধা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

এতে বিভিন্ন জেলা থেকে আগত মিল মালিকদের সিদ্ধান্ত ক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বছরের জন্য নতুন ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেখানে ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টারা হলেন- জসিম উদ্দিন মৃধা ও মোহাম্মদ সোহাগ। সভাপতি মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক।

অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি ওয়াজেদ আলী বাবুল, সহসভাপতি হাজী আব্দুল রাজ্জাক, সহসভাপতি শাহাদাত হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক মইনুউদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কোষাধক্ষ্য মিনহাজ উদ্দিন মানিক। সভায় সিদ্ধান্ত হয় পরবর্তীতে আরও বিভিন্ন জেলা থেকে মিল মালিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম