Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে অভিযান চালিয়ে পারভেজ ওরফে ডিলার পারভেজ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছে থাকা ১৫শ পিস ইয়াবা, ৪টি পাসপোর্ট, ৯টি মোবাইল ফোন, ১৮টি সিম কার্ড ও মাদক বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পারভেজ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের অন্যতম সহযোগী ও মোহাম্মদপুর এলাকার মাদকের ডিলার নামে পরিচিত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালানো হয়। এতে তার বাসা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।  

অভিযোগ রয়েছে, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিম গ্রেফতার হওয়ার পর তাদের মাদক ব্যবসা চালাতেন পারভেজ। মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকায় তিনি খুচরা ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করতেন।

সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড জানান, আটকের সময় পারভেজের কাছে থাকা বিপুল পরিমাণ মাদক,পাসপোর্ট ও কয়েক লাখ টাকাসহ নানা সরঞ্জামাদি  উদ্ধার করা হয়েছে। 

তাকে আইনী প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম