Logo
Logo
×

রাজধানী

মিরপুরে চাঁদার দাবিতে হামলা, মামলার আসামিরা আ.লীগ-বিএনপি নেতাকর্মী

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

মিরপুরে চাঁদার দাবিতে হামলা, মামলার আসামিরা আ.লীগ-বিএনপি নেতাকর্মী

মিরপুর ১ নম্বরে গত রোববার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬ জনকে আসামি করে সোমবার মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মার্কেটের ম্যানেজার তারিকুল ইসলামের করা মামলায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের নাম রয়েছে। চাঁদার দাবিতে ওই হামলা করা হয়।

মামলার আসামিদের মধ্যে আনোয়ার হোসেন লিটু মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, ইকবাল হোসেন তিতু মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর, এসএম হানিফ মিরপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আসিফ সিকদার শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী, রাজু আহম্মেদ শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, শাহাদাত হোসেন সরকার ঘোষিত মিরপুরের শীর্ষ সন্ত্রাসী এবং তার সহযোগী মো. টিপু, আহম্মেদ বেপারি, মো. ফরহাদ হোসেন, মো. রঞ্জু, মো. রনি, মো. শাহিন, মো. রতন, মো. কুটি, মো. মনির ওরফে বোম মনির, মো. হিমেল। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ৫ আগস্টের পর মার্কেটের ম্যানেজার তারিকুলের কাছে ১০ লাখ টাকা চাঁদা  দাবি করেন। চাঁদা না দেওয়ায় রোববার সন্ধ্যায় দিকে শাহিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল চাপাতি, ধারালো চাকু, লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা মার্কেট দখলের চেষ্টা করে। 

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় মামলার আসামি আসিফ সিকদারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম