Logo
Logo
×

রাজধানী

ড্রাম বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে ছাই স’মিলসহ ২০ দোকান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ এএম

ড্রাম বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে ছাই স’মিলসহ ২০ দোকান

রাজধানীর খিলগাঁওয়ে আগুন লেগে পুড়ে গেছে দুটি স’মিলসহ অন্তত ২০টি দোকান। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স’মিল থেকে লাগা আগুন কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের মাধ্যমে আশপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এক সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুনে আনুমানিক ২০টি দোকান এবং দুটি স’মিল পুড়ে গেছে। ধারণা করছি, কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়েছে, যার ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে নিখোঁজ বা আহত-নিহতের কোনো খবর পাওয়া পায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম