Logo
Logo
×

রাজধানী

বিআরটিএতে গিয়ে হেনস্থার শিকার নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

বিআরটিএতে গিয়ে হেনস্থার শিকার নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা

রাজধানীর মিরপুরে বিআরটিএর দালাল ধরতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে মিরপুর ১৩ নম্বর বিআরটিএ কার্যালয়ে ঘটনাটি ঘটে। এ সময় দালাল সন্দেহে রতন নামে একজনকে হেনস্থা করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকালে নিরাপদ সড়ক আন্দোলনের ১০ নেতা বিআরটিএর কার্যালয়ে যান। এ সময় তারা রতন নামের এক ব্যক্তিকে দালাল সন্দেহে আটক করে। একপর্যায়ে রতনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এতে অসুস্থ হয়ে পড়েন রতন। এ সময় বিআরটিএর আদালত-৯ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান ঘটনাস্থলে আসেন।

অসুস্থ রতনকে নিউরোসাইন্স হাসপাতালে পাঠান ওই ম্যাজিস্ট্রেট। এরপর আহত ব্যক্তির স্বজন ও দালাল চক্রের ৮০ থেকে ১০০ জন সদস্য বিআরটিএ অফিসে জড়ো হন। পরে নিরাপদ সড়ক আন্দোলনের নেতাদের ওপর হামলা চালায় তারা। এতে নিরাপদ সড়ক আন্দোলনের ইনজামামুল হক, মেহেদী দীপ্ত ও এজিএম আবরার আহত হন। অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত আনসার সদস্যরা নিরাপদ সড়ক আন্দোলনের নেতাদের বিআরটিএর এক পরিচালকের রুমে নিয়ে যায়।

এ বিষয়ে কাফরুল থানার ওসি তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যায়। এ ঘটনায় নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম