Logo
Logo
×

রাজধানী

হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ পিএম

হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার

আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী। 

সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি। 

আওয়ামী লীগ আজ হরতাল কর্মসূচি দিয়েছে, এ নিয়ে পুলিশের অবস্থান কী-এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ফেসবুকে দেখা যাচ্ছে আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।

আন্দোলনকারীদের উদ্দেশে কমিশনার বলেন, আপনারা রাস্তা বন্ধ করবেন না। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেকের নানা কষ্ট হয়। দাবিদাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। দাবিদাওয়া সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন। ঢাকাবাসীকে সড়কে কষ্ট দিয়ে দাবি আদায় মর্মাহত ঘটনা।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম, যুগ্মকমিশনার ফারুক হোসেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম