Logo
Logo
×

রাজধানী

কামরাঙ্গীরচরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

কামরাঙ্গীরচরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসার ৬ তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে মো. আরমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল পৌনে পাঁচটা নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিশু আরমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নং ওয়ার্ডের মো. ওমর ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত।

শিশু আরমানের দাদি মনোয়ারা বেগম জানান বলেন, গতকাল বিকাল চারটার দিকে আমার নাতি আমাদের ভাড়া বাসার ছয়তলার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। পরে অসাবধানতাবশত ৬ তলার রেলিং এর ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে আমার নাতি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন।

তিনি বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি শিশু আরমান ছয় তলায় ঘুড়ি ওড়াতে গিয়ে রেলিং এর ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে মারা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম