Logo
Logo
×

রাজধানী

খাদ্য অধিদপ্তরের ২৩০ বস্তা চাল-আটা উদ্ধার করেছে সেনাবাহিনী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

খাদ্য অধিদপ্তরের ২৩০ বস্তা চাল-আটা উদ্ধার করেছে সেনাবাহিনী

রাজধানীর মোহাম্মদপুরে অসহায় দুস্থদের জন্য খাদ্য অধিদপ্তরের ২৩০ বস্তা চাল ও আটা জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের একটি গুদামে অভিযান চালিয়ে গুদামজাত করে রাখা এসব মালামাল জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় খাদ্য অধিদপ্তর থেকে দেওয়া ওএমএস ডিলার মো. হালিম মিয়ার ‘সিয়াম স্টোরে’ রেখে খাদ্য অধিদপ্তরের দেওয়া বস্তা পালটিয়ে অন্য বস্তায় ঢুকিয়ে তা বিক্রি করে দেওয়া হতো। সোমবার খাদ্য অধিদপ্তরের দেওয়া এসব চাল ও আটা সিয়াম স্টোরের গুদাম থেকে জব্দ করা হয়। জব্দ করা এসব চাল ও আটা মোহাম্মদপুরের বিভিন্ন মুদি দোকান ও কৃষি মার্কেটগুলোতে বিক্রি করে দেওয়া হতো। তবে, এ সময় খাদ্য অধিদপ্তরের দেওয়া ওএমএসের ডিলার মো. হালিম মিয়া পালিয়ে যান। 

তবে, জব্দ করা ওএমএসের এসব মালামাল নিজেদের বলতে নারাজ খাদ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বিপণন ও বণ্টন শাখার সহকারী উপ-পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, এ বিষয়ে এখনো আমরা অফিসিয়ালভাবে কিছু জানি না। তবে, আমাদের ডিলারের বিষয়টি রেশনিং কর্মকর্তারা বলতে পারবে। তাদের কাছে বিষয়টি নিয়ে খোঁজ নিতে পারেন।

এ বিষয়ে প্রধান নিয়ন্ত্রণ কার্যালয়ের ডি-৬ এলাকার এডিআই রেশনিং কর্মকর্তা রাহাতুল ইসলাম জানান, এ বিষয়ে গতকাল রাতে আমাকে ফোন করা হয়েছে। এখনো আমরা পুরোপুরি ঘটনা জানি না। কিন্তু সিয়াম স্টোরের হালিম আমাদের ওএমএসের ডিলার। 

এ বিষয়ে বসিলা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, জব্দ করা এসব ট্রাক ও মালামাল আমরা আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম