Logo
Logo
×

রাজধানী

আমিনুল হক

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা হিন্দু-খ্রিস্টান ও সংখ্যালঘু মানুষের ওপর হামলা করে বিএনপির ওপর দোষ দিত। শুধুমাত্র ভারতের সুবিধা নেওয়ার জন্য। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় ছিল, স্বৈরাচারমুক্ত হওয়ার পর এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আমরা আর সংখ্যালঘু বলতে চাই না, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইক্যুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট (ইসিটি) সেনপাড়া কর্তৃক আয়োজিত ‘সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন ইসিটির চেয়ারম্যান রেভারেন্ড ইম্মানুয়েল মল্লিক।

আমিনুল হক বলেন, যেই লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল বাকশালীদের প্রভাবে সেটা পূরণ হয়নি। জিয়াউর রহমান অল্প কিছু সময়ের মধ্যে দেশকে কৃষি শিল্প এবং রপ্তানির মাধ্যমে এগিয়ে নিয়ে যায়, স্বৈরাচারী এরশাদ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়, স্বাধীনতার উদ্দেশ্য ৫৩ বছরেও তা পূরণ হয়নি। স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির ৬০ লাখ নেতাকর্মীকে হামলা মামলার শিকার করে এবং দেড় লাখ নেতাকে জেলবন্দি করেছিল।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন আহমদ, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন, ইক্যুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্টের (ইসিটি) সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস। অন্যদের মধ্যে ছিলেন জ্ঞানেন্দ্র বাড়ৈ, পাস্টর রায়চাঁদ বর্মণ, শাকিল মোল্লা প্রমুখ।   

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম