তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
উত্তরা প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ পিএম
![তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/UIttara-67a253bdbde10.jpg)
রাজধানীর উত্তরা থানা থেকে তিন ছাত্রকে ছাড়িয়ে আনতে হামলা করেছেন প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় হামলা করে শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেবকে মারধর করা হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করে ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে ভাংচুর চালায়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি শামীম বলেন, আমার থানার সামনে মিছিল হয়েছে কিন্তু কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় নাই।
উত্তরা পূর্ব থানায় শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আলোচনায় বসে পুলিশ। সেই সঙ্গে পুলিশের আশ্বাসে শান্ত হন শিক্ষার্থীরা।