Logo
Logo
×

রাজধানী

খিলক্ষেতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

Icon

খিলক্ষেত (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

খিলক্ষেতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

গ্রেফতার মোহাম্মদ অনিক শেখ (লাল বৃত্ত চিহ্নিত)। ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ অনিক শেখ খিলক্ষেতের বড়ুয়া এলাকার ৪৮নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক। 

রোববার বিকালে লেকসিটি কনকর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি আজহার।

তিনি জানান, লেকসিটি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অনিক শেখ। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। 

মামলার তদন্ত কর্মকর্তা দ্বীন মোহাম্মদ যুগান্তরকে বলেন, অনিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম